নারী উদ্যোক্তাদের আত্মপ্রত্যায়ী এবং ই-কর্মাসে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘উই সামিট ২০২১’ পাওয়ার্ড বাই লংকাবাংলা শিখা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উই সামিটে প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব বিকর্ন কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এসএমই, জনাব মো. কামরুজ্জামান খান। ওপেনিং সেশনে ‘F – Commerce Business Planning’ এর উপর আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অব অপারেশন্স, জনাব এ.কে.এম. কামরুজ্জামান। এছাড়া, একই শিরোনামে বিস্তারিত ও বস্তুনিষ্ঠ আলোচনা করেন টেক্সোর্ট এর সিইও এবং উই মেক প্রো এর কো-ফাউন্ডার, জনাব এস এম বেলাল উদ্দিন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ‘How to Increase your Sales’ এই শিরোনামে আমন্ত্রিত অতিথি হিসেবে নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ রিটেইল বিজনেস, জনাব খোরশেদ আলম। এছাড়া, এই বিষয়ে আরো বাস্তবিক ও অনুশীলনমূলক আলোচনা করেন বিজকোপ এর ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও এবং উই মেক প্রো এর কো-ফাউন্ডার, জনাব নাহিদ হাসান। এই সামিটে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন উইমেন অ্যান্ড ই-কমার্সের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর নারী উদ্যোক্তা ডেভেলপমেন্ট ইউনিট এর প্রধান হানিয়াম মারিয়া চৌধুরীসহ লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড অন্যান্য কর্মকর্তারা। উই সামিটে মাস্টারক্লাস, ওয়ার্কশপ, বিএসএম মিটিং, এফ-কমার্স বিজনেস প্লানিং, সেলস্ ও বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়। সামিটে ৬৪ জেলার নারীরা অংশগ্রহণ করেন। এ সামিটের মূল উদ্দেশ্য হলো ই-কর্মাসের নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে নেয়া ও ই-কর্মাসের সম্পূর্ণ ইকো-সিস্টেমকে নারীদের সামনে তুলে ধরা।