পরিষেবা
সারসংক্ষেপ

ক্লাব ফাইন্যান্সঃ যেসব গ্রাহকের আর্থিক প্রয়োজনীয়তা বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রতিষ্ঠিত একক ঋণগ্রহীতা এক্সপোজার সীমা অতিক্রম করে, তাদের জন্য লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি একটি সৃজনশীল আর্থিক সমাধান উপস্থা্পন করেছে। গ্রাহকের অতিরিক্ত ঋণ চাহিদা পূরন করার জন্য লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি অন্যান্য ঋণদাতাদের সঙ্গে জোট গঠন করে এবং এই সহযোগিতামুলক কৌশল গ্রহনের মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সম্মিলিতভাবে গ্রাহকের সামগ্রিক তহবিলের চাহিদা পুরণ করতে সক্ষম হয়।ফলস্বরুপ, ঋণ গ্রহীতা সকল বিধিনিয়ম মেনে তার প্রত্যাশিত আর্থিক সহায়তা পান।

বৈশিষ্ট্য
সমূহ

  • বিপুল পরিমাণ মূলধন প্রয়োজন সেই সকল গ্রাহকদের জন্য লংকাবাংলা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের সাথে পার্টনারশিপে এই সেবা প্রদান করে থাকে।
  • সাধারণ লিজিং থেকে ইজারা এবং ট্র্যাডিশনাল ব্যাংকিং এর মিশ্রণে এই স্কিমে পাওয়া যাবে
  • মেয়াদকাল: ১-৫ বছর

অনলাইনে
আবেদন