সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিঃ এর হেড অফ রিটেইল বিজনেস – খোরশেদ আলম এবং সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস্ এর ডিরেক্টর অফ সেলস্ এন্ড মার্কেটিং – মো: আশিকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে লংকাবাংলার কর্মকর্তা এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস্, কুয়াকাটা, থেকে হোটেল পরিষেবা নেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ কার্ডস (ভারপ্রাপ্ত) – মোঃ তৌফিকুর রহমান, সিনিয়র ম্যানেজার কার্ড বিজনেস – মোহাম্মদ আব্দুল জলিল খান, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস্ এর ম্যানেজার সেলস্ এন্ড রিজার্ভেশন – জি.এম. আল-আমিন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।