লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এবং ওপাস টেকনোলজি লিমিটেডের মধ্যকার চুক্তি সম্পাদন

img

আর্থিক অন্তর্ভুক্তির জন্য ডিজিটাল ফাইন্যান্সিংকে ত্বরান্বিত করতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এবং ওপাস টেকনোলজি লিমিটেডের মধ্যকার চুক্তি সম্পাদন হয়েছে। লংকাবাংলা ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খাজা শাহরিয়ার এবং ওপাস টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লংকাবাংলা হেড অফিসে চুক্তিতে স্বাক্ষর করেন।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খাজা শাহরিয়ার বলেন, “আমাদের গ্রাহকদের সর্বাধুনিক পণ্য ও গ্রাহকসেবা দিতে আমরা সর্বদা বদ্ধপরিকর। ফলে ওপাস টেকনোলজি লিমিটেডের সাথে আমাদের পার্টনারশিপের মাধ্যমে ডিজিটাল ফাইনান্সিংয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।” ওপাস টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর ইকবাল বলেন, “প্রযুক্তির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগতির লক্ষ্যে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর অংশীদার হতে পেরে আমরা রোমাঞ্চিত।”

লংকাবাংলার ফাইন্যান্স-এর পক্ষ থেকে জনাব খুরশেদ আলম, হেড অফ রিটেইল; জনাব এ.কে.এম. কামরুজ্জামান, এফসিএমএ – হেড অফ অপারেশনস; এবং আইসিটি প্রধান জনাব শেখ মোহাম্মদ ফুয়াদ এর পাশপাশি ওপাস টেকনোলোজির পক্ষ থেকে জনাব মোঃ রাশেদুল ইসলাম (এজিএম) – (ফাইন্যান্স অ্যান্ড অপারেশন), এবং জনাব মোঃ বায়াসুজ্জামান ভূঁইয়া (সিটিও) সহ উভয় প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আর্থিক পরিষেবা খাতে উদ্ভাবনের পাশাপাশি গুণগত মান সম্প্রসারণের জন্য এই অংশীদারিত্ব পারস্পরিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্রাহক এবং স্টেকহোল্ডারদের উন্নত সেবা প্রদানে বদ্ধপরিকর।