লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, সম্প্রতি মেঘনা ব্যাংক লিমিটেড এর সাথে পেশাদারী অংশীদারিত্ব সুদৃঢ় করতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। যা প্রতিষ্ঠানটির গ্রাহকদের বিভিন্ন আর্থিক সেবাসমূহকে ডিজিটালাইজেশন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্মার্ট বাংলাদেশ এবং ক্যাশলেস সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই চুক্তিটি গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনায় এক অনন্য ভূমিকা পালন করবে।
এই চুক্তির মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স-এর গ্রাহকগণ মেঘনা ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মেঘনাপে-এর মাধ্যমে তাদের মাসিক ডিপিএস প্রিমিয়াম, লোনের কিস্তি প্রদান এবং ক্রেডিট কার্ড বিল পরিশোধ করতে পারবে। ফলস্বরূপ প্রতিষ্ঠানটির গ্রাহকগণ তাদের সুবিধামত, যেকোন সময়, যেকোন স্থান থেকে লেনদেন করার সুবিধা পাবে।
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার এবং মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর. কে. হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। লংকাবাংলা ফাইন্যান্স-এর পক্ষ থেকে হেড অব অপারেশনস, এ. কে. এম. কামরুজ্জামান, এফসিএমএ; হেড অব রিটেইল বিজনেস, খোরশেদ আলম; হেড অব ট্রেজারি এন্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন, কামরুল ইসলাম এবং মেঘনা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মোঃ সাদিকুর রহমান; হেড অব পাবলিক সেক্টর, পিপিপি এবং ক্যাশ ম্যানেজমেন্ট, সুফিয়া আক্তার; হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কাজী ফারহানা জাবিন; হেড অব টেকনোলজি অপারেশনস, মুহাম্মদ পাভেল আক্তার ও হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এ জেড এম ফৌজউল্লাহ চৌধুরী সহ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারগণ উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে সময়োপযোগী অত্যাধুনিক গ্রাহক সেবা প্রদান করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ ও ক্যাশলেস সমাজ গড়তে লংকাবাংলা অবদান রাখবে। আগামীতে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও পেশাদারিত্বের সাথে সেবা প্রদানের লক্ষ্যে এবং গ্রাহকসেবায় নতুন মাত্রা এনে দিতে লংকাবাংলা ফাইন্যান্স সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।