লংকাবাংলা ফাইন্যান্স এর আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন

img

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ৭ই মার্চ ২০২৪ তারিখে হেড অফিস এবং সকল শাখা সমূহে “আন্তর্জাতিক নারী দিবস ২০২৪” উদযাপন করে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” কে মাথায় রেখে নারীর অধিকার সুনিশ্চিত করতে বৈষম্যমুক্ত বিশ্ব গঠনে নারীর সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতকরণের মাধ্যমে দেশ ও বিশ্বের প্রযুক্তিগত আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া ছিলো আলোচনার প্রতিপাদ্য বিষয়।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খাজা শাহরিয়ার সিলেট শাখায় প্রতিষ্ঠানটির নারী কর্মীদের সাথে মত বিনিময় করেন। সমৃদ্ধির পথে নারীর অগ্রযাত্রা, ডিজিটাল দক্ষতার বিকাশ, কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ও শিখা প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পর্কে আলোচনার পাশপাশি নারীরা কিভাবে সকল কাজের ক্ষেত্র জয় করে সামনের দিকে এগিয়ে যাবে সে ব্যপারে উদ্বুদ্ধ করার অনুপ্রেরণা যোগান।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর প্রধান কার্যালয় এবং সকল শাখা সমূহে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নারী দিবস উদযাপিত হয় এবং নারী সহকর্মীদের অধিকার সচেতন, স্বনির্ভর, সমৃদ্ধশালী ও আত্মপ্রত্যয়ী হওয়ার মাধ্যমে নিজ পরিবার, দেশ ও সমাজের উন্নয়নের পথে সদা অগ্রসর থাকার আহ্বান জানানো হয়।