লংকাবাংলা ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ডকটাইম লিমিটেড দিচ্ছে ৩৫% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা

img

সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও ডকটাইম লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ ডকটাইম লিমিটেড থেকে ২০% ডিসকাউন্ট জেনারেল ফিজিশিয়ান কনসালটেশনে, ১০% ডিসকাউন্ট স্পেশালিস্ট কনসালটেশনে, ১৫% ডিসকাউন্ট হেলথকেয়ার প্যাকেজে, ৩৫% পর্যন্ত ডিসকাউন্ট হোম স্যাম্পল কালেকশনে, ১০% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবে অনলাইন মেডিসিন ডেলিভারিতে।

লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ রিটেইল বিজনেস, খোরশেদ আলম এবং ডকটাইম এর বিটুবি সেলস অ্যান্ড পার্টনারশিপ ডিরেক্টর নূর মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স-এর হেড অফ কার্ডস (ভারপ্রাপ্ত)- মোঃ তৌফিকুর রহমান, সিনিয়র ম্যানেজার কার্ড বিজনেস – মোহাম্মদ আব্দুল জলিল খান; ডকটাইম-এর মোঃ নওশার জাভেদ, আসিস্টেন্ট ম্যানেজার কর্পোরেট সেলস; জারিন তাসনিম, কী অ্যাকাউন্ট ম্যানেজার, ডকটাইম; সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।