লংকাবাংলা ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বাংলাদেশের মাল্টি-স্পেশালাইজড গ্রীন লাইফ হাসপাতাল লিমিটেড দিচ্ছে ২০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা।
সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও গ্রীন লাইফ হাসপাতাল লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ ও কর্মকর্তাগণ গ্রীন লাইফ মেডিকেল ও কলেজ হাসপাতাল থেকে প্যাথলজিক্যাল পরিষেবা যেমন (ব্লাড, ইউরিন,স্পুটাম)-তে ২০% ডিসকাউন্ট, রেডিওলজি এবং ইমেজিং পরিষেবা যেমন (এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, এন্ডোস্কোপি)-তে ২০% ডিসকাউন্ট, এবং ভর্তি রোগীদের জন্য হাসপাতালের বেড ভাড়ায় ৫% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবে।
লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ রিটেইল বিজনেস, খোরশেদ আলম এবং গ্রীন লাইফ হাসপাতালের চেয়ারম্যান, প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমেদ এর উপস্থিতিতে ম্যানেজিং ডিরেক্টর, ডাঃ মোঃ মাইনুল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর হেড অফ কার্ডস (ভারপ্রাপ্ত), মোঃ তৌফিকুর রহমান; সিনিয়র ম্যানেজার কার্ড বিজনেস, মোহাম্মদ আব্দুল জলিল খান; গ্রীন লাইফ হাসপাতাল লিমিটেডের সিএফও, ইন্দ্রজিৎ কুমার মন্ডল; কর্পোরেট ম্যানেজার, নুরুন নাহার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।