লংকাবাংলা ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বাংলাদেশে ঔষুধ পণ্যের প্রথম আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি অ্যাসটার ফার্মেসি দিচ্ছে ৭% ডিস্কাউন্ট সুবিধা।

img

সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও অ্যাসটার ফার্মেসি (জিডি অ্যাসিস্ট এর ফ্র্যাঞ্চাইজি) এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ অ্যাসটার ফার্মেসি থেকে ফার্মসিউটিক্যাল এবং নন- ফারমাসিউটিক্যাল পণ্য-এ ৭% ডিস্কাউন্ট সুবিধা উপভোগ করতে পারবে। তাছাড়াও অ্যাসটার ফার্মেসি থেকে নির্ভেজাল ঔষুধসহ, এ-গ্রেড ফার্মাসিস্টদের দ্বারা রোগীর কাউন্সেলিং সুবিধা পাবে।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর হেড অফ রিটেইল বিজনেস, খোরশেদ আলম এবং জিডি অ্যাসিস্ট এর ম্যানেজিং ডিরেক্টর, সৈয়দ মুঈনুদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর হেড অফ কার্ডস (ভারপ্রাপ্ত) – মোঃ তৌফিকুর রহমান, সিনিয়র ম্যানেজার কার্ড বিজনেস – মোহাম্মদ আব্দুল জলিল খান; অ্যাসটার ফার্মেসি এর ওবায়দুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট হেড অফ অপারেশন; শেহরিন চৌধুরী, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট বিটুবি সেলস সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।