দেশের খাদ্য বিতরণ ব্যবস্থা শক্তিশালী করতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর সাথে কাজ করবে শপআপ

img

সম্প্রতি দেশের খাদ্য বিতরণ ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে অন্যতম বড় ‘বি টু বি কমার্স’ কোম্পানি শপআপের অঙ্গ প্রতিষ্ঠান ‘মোকাম’। এ লক্ষ্যে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। গত ৬ই ফেব্রুয়ারি, ২০২৪ ইং তারিখে রাজধানীর মহাখালীর এস.কে.এস টাওয়ারে শপআপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে দেশজুড়ে থাকা মোকাম ডিস্ট্র্রিবিউশন সেন্টারে ব্যবসায়ীক অংশীদারদের অর্থায়ন করবে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। মোকাম সাধারণত মিল ও প্রস্তুতকারকদের সাথে ছোট ছোট মুদি দোকানের সরাসরি সংযোগ স্থাপন করে। এই মূহুর্তে দেশের আনুমানিক ৩.১ কোটি মানুষ মোকাম নেটওয়ার্কের অধীনে থাকা খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে থাকে। চুক্তির ফলে মোকাম ২০২৬ সালের মধ্যে প্রায় ৮ কোটি মানুষের কাছে ন্যায্য মূল্যে উন্নত মানের পণ্য পৌঁছে দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে শপআপের কো-ফাউন্ডার আতাউর রহিম চৌধুরী।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ অপারেশন্স এ. কে. এম কামরুজ্জামান, এফসিএমএ; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ কর্পোরেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোহাম্মদ শোআইব; অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ সাপ্লাই চেইন ফাইন্যাান্স সোহাগ চক্রবর্তী এবং শপআপের কো-ফাউন্ডার আতাউর রহিম চৌধুরী; চিফ স্ট্র্যাটেজি অফিসার শাহিন সিয়াম; ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবিদ হোসেন খান; চিফ অফ স্টাফ যথাক্রমে জিয়াউল হক ভূঁইয়া ও সৈয়দ মুসায়েব আলম।