ঠেঙ্গামারায় লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৫

img

লংকাবাংলা ফাউন্ডেশন ঠেঙ্গামারা, বগুড়ার শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করে। ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর বগুড়া শাখা এবং ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (TMSS)-এর যৌথ আয়োজনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট, সিএমএসএমই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগ; খন্দকার জাকারিয়া, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, রিটেইল লায়াবিলিটি বিভাগ; মোঃ ফরহাদ উল আলম, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মানব সম্পদ বিভাগ এবং মোঃ আবু রেজা আল মামুন, শাখা ব্যবস্থাপক, বগুড়া শাখা। এছাড়া, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (TMSS)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর ড. হোসনে আরা বেগম, নির্বাহী পরিচালক সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে TMSS-এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি শীতার্ত মানুষের জন্য লংকাবাংলা ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর বগুড়া শাখার সঙ্গে সহযোগিতার মাধ্যমে এ ধরনের মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

#LankaBanglaFinance #TMSS #WinterBlanketsDistributionProgram #Bogura #GrowingTogether