লংকাবাংলা ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার দুঃস্থ ও শীতার্ত সাধারণ মানুষের প্রয়োজনে ও শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য জানুয়ারী ০৪, ২০২৫ তারিখে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর কুষ্টিয়া শাখার আয়োজনে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাযিল বিএ মাদ্রাসা চত্তরে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে।
অনুষ্ঠানে কার্পাসডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আঃ মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার বিশিষ্ট সমাজ সেবক নায়েব আলী। প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে শীতার্তদের কথা ভেবে লংকাবাংলা ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সামনের দিনগুলোতে লংকাবাংলা ফাইন্যান্সের কুষ্টিয়া শাখার সাথে যেকোনো প্রয়োজনে পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর সিএমএসএমই ক্লাস্টার হেড-সাউথ রিজিওন মোহাম্মদ শাহাদত হোসেন, কুষ্টিয়া শাখা প্রধান মোঃ আহসান হাবীব, রিলেশনশীপ ম্যানেজার মোঃ নাসির উদ্দীন ও আলতাফ হোসেন।