‘সেলাই প্রশিক্ষণ, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন প্রকল্প ২০১৯’ এর অধীনে আগামী ৭ অক্টোবর ২০১৯ ইং তারিখে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের ৩০ জন নারীকে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের সুযোগ করে দিতে যাচ্ছে লংকাবাংলা ফাউন্ডেশন। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা যেমন দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠবে, তেমনই তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য প্রশিক্ষণ শেষে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। এই প্রশিক্ষণে নারীদের দৈনিক ভাতা প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করবে লংকাবাংলা ফাউন্ডেশন।
এ প্রকল্পটি লংকাবাংলা শিখা ফোরামের একটি উদ্যোগ এবং পরিকল্পনা। লংকাবাংলা শিখা ফোরাম এই সেলাই প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারী ও প্রগতিশীল সমাজ গঠনে আশাবাদী।