জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে লংকাবাংলা ফাইন্যান্স-এর শ্রদ্ধা নিবেদন কর্মসূচি

img

১৫ই আগস্ট ২০২২ জাতীয় শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর খুলনা শাখা সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহিদ স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এসময় অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের অংশগ্রহণে প্রতিষ্ঠানটির খুলনা শাখা প্রধান জনাব মোহাম্মদ আশরাফুল আলম এর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য যে, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম পরবর্তী লংকাবাংলা ফাইন্যান্স-এর খুলনা শাখার কর্মকর্তাগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের অন্যান্য শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে শরিক হোন।