জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লংকাবাংলা ফাইন্যান্সের ভার্চুয়াল আলোচনা সভা

img

১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের গুরুত্ব ও মর্ম অবলোকন করে এই দিবসকে অর্থবহ করতে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড কর্তৃক এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর আলোকপাত করে লংকাবাংলা ফাইন্যান্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার-এর সভাপতিত্বে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান জনাব হাফিজ আল আহাদ এর সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল আলোচনা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এই ভার্চুয়াল সভায় লংকাবাংলা ফাইন্যান্স এর প্রধান কার্যালয়সহ বাংলাদেশে অবস্থিত বিভিন্ন শাখার কর্মকর্তাগণ অংশগ্রহণ করে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদদের প্রতি দোয়া প্রার্থনা করা হয়।