লংকাবাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে সাতক্ষীরায় শীতার্ত সাধারণ মানুষ, বয়স্ক এবং সুবর্ণ নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। লংকাবাংলা ফাউন্ডেশন নিজেদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর এই কম্বল বিতরণ কর্মসূচি পরিচালনা করে থাকে। চলতি বছরে দুর্দশাগ্রস্ত ও শীতার্ত মানুষের প্রয়োজন বিবেচনা করে সাতক্ষীরায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সমাজের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ হ্রাস করা।
লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বিতরণ কার্যক্রমটি সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তন, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলে পরিচালিত হয়। বিতরণের সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা সমাজসেবা অফিসার, বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলসমূহের প্রধান শিক্ষকগণ ও লংকাবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এগিয়ে চলার এই প্রচেষ্টায় লংকাবাংলা ফাউন্ডেশনের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।