বাংলাদেশে প্রায় প্রতিবছরই বন্যা হয়। এই বছরের বন্যাটি ছিল ভয়াবহ ও দীর্ঘ। বিভিন্ন জেলার অতিদরিদ্র জনগোষ্ঠী এর মর্মান্তিক শিকার। লংকাবাংলা ফাউন্ডেশন সিরাজগঞ্জের কাওয়াকখালির চরে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করে।
আমরা কাওয়াকখালীর ২০০০ বন্যাপীড়িত মানুষের কাছে ত্রান সহায়তা পৌঁছে দিয়েছি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, গুড়, মুড়ি, ওরস্যালাইন, পান করার পানি, বিস্কুট ও অন্যন্য শুকনো খাবার।
লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ ট্রেজারী কাম্রুল ইসলাম, হেড অফ আইসিসি কাম্রুল হাসান, লংকাবাংলা হেড অফিস ও বগুড়া শাখা থেকে অন্যান্য কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন।
এতে খরচ হয় ০.৭১১ মিলিয়ন টাকা।
এলাকাবাসির সহায়তায় এই বছর লংকাবাংলা যথাযথ বিতরনের জন্য অনেক প্রচেষ্টা করেছে।