পরিষেবা
সারসংক্ষেপ

একটি সরকারি কর্মচারীদের জন্য নিজের/পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা খরচ মেটানো খুবই গুরুত্বপূর্ণ। এই পার্সোনাল লোন পরিষেবার মাধ্যমে সরকারি কর্মচারীরা তাঁদের নিজেদের জন্য বা পরিবারের অন্য সদস্যদের চাহিদা মেটাতে  পারবে। আর আপনার এই প্রয়োজনের কথা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি ব্যক্তিগত লোন, হোপ।

কেন আমাদের হোপ
পরিষেবাটি বেছে নিবেন

  • সর্বোচ্চ লোনের মেয়াদ ৬০ মাস পর্যন্ত
  • যৌথভাবে আবেদন করা সম্ভব
  • টপ-আপ লোন সুবিধা
  • স্বল্পতম সময়ের মধ্যে ঋণ অনুমোদন
  • আংশিক প্রিপেমেন্ট কিংবা জলদি নিষ্পত্তির সুবিধা
  • ইনস্যুরেন্স কভারেজ
  • লোন একাউন্ট স্টেটমেন্ট কিংবা ট্যাক্স সার্টিফিকেট এর জন্য অতিরিক্ত খরচ নেই
  • কোনো লুকানো ফি নেই

উদ্দেশ্য

  • যেকোনো আর্থিক প্রয়োজন মেটানো
  • গৃহস্থালীর জিনিসপত্র ক্রয়
  • নিজের অথবা আপনার পরিবারের সদস্যদের লেখাপড়া, চিকিৎসার খরচ মেটানো
  • অন্য কোনো ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ
  • বাড়ির সংস্কার

প্রয়োজনীয়
যোগ্যতা

  • ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার সময় বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
  • ন্যূনতম বেসিক বেতন ১৬,০০০ টাকা
  • শুধুমাত্র ১২ তম গ্রেড এবং তার উপরে বেতন গ্রহণযোগ্য।
  • যে কোনো বাংলাদেশের তফসিলী ব্যাংক এর সাথে ন্যূনতম ছয় (৬) মাসের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্ক
  • চাকরিতে পেশাগত অভিজ্ঞতা ১ বছরের বেশি হতে হবে।
  • সরকারের এবং আধা সরকারী সংগঠন এর একজন কর্মচারী।

প্রয়োজনীয়
কাগজপত্র

  • স্বাক্ষরিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে
  • আবেদনকারীর এবং গ্যারান্টর(দের) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
  • আবেদনকারীর এবং গ্যারান্টর(দের) বৈধ আইডি (ন্যাশনাল আইডি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স)
  • ই-টিন সার্টিফিকেট
  • স্যালারি সার্টিফিকেট/এলওআই
  • পে স্লিপ/ডেবিট ভাউচার
  • গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • বিলের ফটোকপি- বিদ্যুৎ / ওয়াসা / গ্যাস / ল্যান্ড ফোন (যদি প্রযোজ্য হয়)

সিকিউরিটিজগুলো
কি কি

  • পোস্ট ডেটেড চেক, তারিখবিহীন চেক এবং এর সাথে এক বা দুটি ব্যক্তিগত গ্যারান্টি (একজন পরিবারের সদস্য থেকে এবং একজন সহকর্মী/ডাক্তার/ভূমি মালিক/ব্যাঙ্কার/সরকারি কর্মচারী/পেশাদার থেকে)

পেমেন্ট মোড

  • পোস্ট-ডেটেড চেকের মাধ্যমে ৬০ মাস পর্যন্ত সমান মাসিক কিস্তি (ইএমআই, (পিডিসি) বা ডিরেক্ট ডেবিট ইন্সট্রাকশন (ডিডিআই)

অনলাইনে
আবেদন