লংকাবাংলা বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২১, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর

img

গত ৯ই সেপ্টেম্বর ২০২১ -এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উপলক্ষে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক এক বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়। ‘বৃক্ষ রোপন করি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি’এই প্রতিপাদ্যে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি ও টেকসিটি বাংলাদেশ লিমিটেড এর অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তার সহিত বৃক্ষ চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষ রোপণ কর্মসূচী ২০২১’ এর উদ্বোধন করেন খাজা শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ মোসলেম উদ্দিন সিকদার, জেনারেল ম্যানেজার, টেকসিটি বাংলাদেশ লিমিটেড।
এই কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোরে ফলজ, বনজ সহ বিভিন্ন সৌন্দর্যবর্ধক প্রজাতির বৃক্ষের প্রায় ২ হাজার চারা রোপন করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশত বার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই লংকাবাংলার ফাউন্ডেশনের এই বৃক্ষরোপণ কর্মসূচীর প্রধান উদ্দেশ্য। উল্লেখ্য যে, ভূমি ক্ষয়রোধ, ফল উৎপাদন, দীর্ঘমেয়াদী পরিবেশের ও জীববৈচিত্র্য সংরক্ষনের কথা বিবেচনা করে লংকাবাংলা ফাউন্ডেশন প্রতি বছর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেশে নানা বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন পরিচালনা করে আসছে।