১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহিদ স্বজনদের স্মরণ করে তাদের প্রতি শোক ও সম্মান প্রদর্শনস্বরূপ লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর কর্মকর্তাগণ কালো ব্যাজ পরিধান কর্মসূচির মধ্য দিয়ে কর্মদিবস এর সূচনা করে। এসময় অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ারকে প্রতিষ্ঠানটির রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডিভিশন প্রধান জনাব খুরশেদ আলম আনুষ্ঠানিকতার সাথে কালো ব্যাজ পরিয়ে দেয়। উল্লেখ্য যে, শোক ও সম্মান প্রদর্শনস্বরূপ লংকাবাংলা ফাইন্যান্স এর প্রধান কার্যালয়সহ বাংলাদেশে অবস্থিত সকল শাখার কর্মকর্তাগণ একযোগে কালো ব্যাজ পরিধান কর্মসূচি পালন করে।