এসএমই ফাউন্ডেশন ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

img

সম্প্রতি এসএমই ফাউন্ডেশন ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয় একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। উক্ত আয়োজনে ৩০ জন নারী উদ্যোক্তাকে এসএমই ফাউন্ডেশন প্রাঙ্গণে ফাইন্যান্সিয়াল লিটারেসি ও ডিজিটাল মার্কেটিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। ৩ দিন ব্যাপি এই প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স এর কর্মকর্তাগণ। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ; লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর হেড অফ এসএমই – জনাব মোঃ কামরুজ্জামান খান; হেড অফ স্মল বিজনেস – জনাব নুরুল ইসলাম; নারী উদ্যোক্তা ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান – হানিয়াম মারিয়া চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক অগ্রযাত্রা ও আত্মপ্রত্যয়ী হিসাবে গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।